স্বাধীনতা

।। তানজিলা ইয়াসমিন ।। স্বাধীনতা এ যেন সকাল বেলার মিষ্টি সোনা রোদের ছোঁয়া, স্বাধীনতা এ যেন দুপুর বেলার অলস সময় মাখা সুখের মায়া। স্বাধীনতা এ যেন সদ্য ফোঁটা কোনও লাল গোলাপের ঘ্রাণ, স্বাধীনতা এ যেন লক্ষ ভাইয়ের অকাতরে বিলিয়ে দেয়া তাজা প্রাণ। স্বাধীনতা এ যেন প্রেয়সির মিষ্টি ঠোঁটের পরম সুখের এক চিলতে হাসি, স্বাধীনতা এ যেন গগণ বিদারী চিৎকারে বলা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। স্বাধীনতা এ যেন লাখো মায়ের নিত্য কান্নার ভিড়ে হারিয়ে যাওয়া নীরব যন্ত্রণা, স্বাধীনতা এ যেন মুক্ত ভোরের অপেক্ষায় নব প্রজন্মের নতুন করে বাঁচার বাহানা।